এয়ার পোর্ট বিদ্যালয় এয়ার পোর্ট বিমান বন্দরের কাছাকাছি অবস্থিত। শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে এয়ার পোর্ট বিদ্যালয় অগ্রণি ভুমিকা পালন করে।শিক্ষক সংখ্যা: ৩ জন পুরুষ শিক্ষক ও ২ জন মহিলা শিক্ষক।শেণী সংখ্যা: ১ম -৫ম শ্রেণী পর্যন্তছাত্র/ছাত্রী সংখ্যা:৫২৯ জনশ্রেনী কক্ষ: আটটি।অফিস: ১টি, প্রধান শিক্ষকের রুম ১ টি ।
স্বাধীনতার পর থেকে বিদ্যালয়টি ছাত্র/ছাত্রীদের সুশিক্ষিত করার হাতিয়ার হিসেবে গড়ে তুলতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে। এই বিদ্যালয় থেকে অনেক সাধারণ মানুষই পাশ করে আজ তারা বিভিন্ন যায়গায় প্রতিষ্টিত হয়েছেন। এছাড়াও এই বিদ্যালয় থেকে পাশ করে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় গন্ডিতে পা রেখেছে।
৬ষ্ঠ- ৭৫ জন,
৭ম- ১৮৬ জন,
৮ম- ৪৫ জন,
৯ম- ৪৫ জন,
১০ম- ৩০ জন । (২০১৩ শিক্ষাবর্ষ)
ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা- ১০ জন
সভাপতি-
মোবাইল_
সদস্য-
সদস্য-
সদস্য-
এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসাবে
মোট ১০ সদস্য বিশিষ্ট ভোটে নির্বাচিত সদস্য রয়েছে।
নাম | পাশের সাল | ফলাফল |
মো: জসিম উদ্দিন | ২০০৯ | এ |
মো: ইমরান আহমদ | ২০১০ | এ |
কবির মাহমুদ | ২০১০ | এ |
সুজন হাওলাদার | ২০১১ | এ |
রুমন মিয়া | ২০১২ | এ |
ইমরান মাহদি | ২০১৩ | এ+ |
কবির আহমদ | ২০১৩ | এ |
ইয়াছমিন বেগম | ২০১৩ | এ |
সুমি বেগম | ২০১৩ | এ |
১। সরকার থেকে প্রত্যেক শেণীর বই বিনামূল্যে বিতরণ।
২। সরকার থেকে উপস্থিতির উপর মাসে টাকা প্রদান।
৩। এছাড়াও বিভিন্ন ক্লাব বা সমিতি মেধাবী ছাত্র-ছাত্রী জন্য বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবস্থা করে।
২০১০ সালে ২ জন এ গ্রেড পেয়ে উত্তির্ণ।
২০১১ সালে ৬ জন এ গ্রেড পেয়ে উত্তির্ণ ।
২০১৩ সালে ০১ জন এ+ গ্রেড পেয়ে উত্তির্ণ ।
২০১৩ সালে ১২ জন এ গ্রেড পেয়ে উত্তির্ণ
০১। প্রাথমিক সমাপনি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন।
০২। গ্রামের মানুষকে সচেতন করার জন্য শিশুদের শিক্ষাদেয়া।
০৩। উল্লেখিত স্কুলের একটি সাহিত্য পাটাগার করার পরিকল্পনা রয়েছে।
০৪। একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
০৫। একটি শহীদ মিনার করার পরিকল্পনা রয়েছে।
আম্বর খানা থেকে টুকের বাজার হয়ে এয়ার পোর্ট স্কুলটি অবস্থিত ।
বাহন : সি এন জি ।
দূরুত্ব : ৬ কি:মি:
মেধাবী ছাত্র ছাত্রী বৃন্ধ
নাম | পাশের সাল | ফলাফল |
মো: জসিম উদ্দিন | ২০০৯ | এ |
মো: ইমরান আহমদ | ২০১০ | এ |
কবির মাহমুদ | ২০১০ | এ |
সুজন হাওলাদার | ২০১১ | এ |
রুমন মিয়া | ২০১২ | এ |
ইমরান মাহদি | ২০১৩ | এ+ |
কবির আহমদ | ২০১৩ | এ |
ইয়াছমিন বেগম | ২০১৩ | এ |
সুমি বেগম | ২০১৩ | এ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস